ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

মালয়েশিয়ায় গোপালগঞ্জ জেলা সমিতির ইফতার মাহফিল 

মালয়েশিয়া প্রতিনিধি

প্রকাশিত : ০০:১৪, ২৭ এপ্রিল ২০২১

সিয়াম-সাধনার মাস পবিত্র রমজান উপলক্ষ্যে মালয়েশিয়ায় গোপালগঞ্জ জেলা সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ এপ্রিল) রাজধানী কুয়ালালামপুরের পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ শওকত আলী তিনু। করোনা নিয়ন্ত্রণে মালয়েশিয়া সরকারের চলমান বিধিনিষেধ মেনে এ অনুষ্ঠান পরিচালিত হয়।

এ সময় করোনা মহামারিতে বিশ্বজুড়ে লক্ষাধিক মানুষের প্রাণহানি ও ধারাবাহিক সংক্রমন বৃদ্ধিতে উদ্বেগ জানান উপস্থিত নেতারা। এ সংক্রমণ থেকে রক্ষায় সবাইকে আরও সচেতন হওয়ারও আহ্বান জানান তারা।

সংগঠনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মশিউর রহমান লিংকনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা বি এম বাবুল হাসান, সহ-সভাপতি বাবুল সর্দার, সামছুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক মো.  মাঝজুম রসি, প্রচার সম্পাদক মো.মওদুদ মোল্লাসহ অনেকে।

এ সময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাবসায়ী ও কমিউনিটি নেতা অহিদুর রহমান অহিদ, কামরুজ্জামান কামাল, রাশেদ বাদল, এ কামাল চৌধুরী, মনিরুজ্জামান মনির ও নাজমুল ইসলাম বাবুল অনেকে। ছিলেন শফিক চৌধুরী,  শাখাওয়াত হোসেন, আক্তার হোসেন, জহিরুল ইসলাম জহির, রেজাউল হক লায়ন, মজিবুর রহমান বাবু, তাসনিভ শুভ, জসিম উদ্দিন সোহাগ, রবিউল ইসলাম, এরশাদ, রাসেল, আলম ইসমাইল খান, ফারুক মিয়া, রিয়াজুল, আল আমিন, মাসুদ, রাহুল, মো. সেলিম, জাকির হোসেনসহ যশোর, চাঁদপুর, ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা, মাদারীপুর, শরীয়তপুর ও বৃহত্তর ফরিদপুর সমিতির নেতারা।

এ সময় গোপালগঞ্জ সমিতির মাইনুল ইসলাম, আব্দুল আজিজ, মো. হারুনুর রশিদ, শেখ সাদী, সুজন, মইন, মোরশেদ আলম পিয়ার, আকাশসহ অনেকে উপস্থিত ছিলেন।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা ও করোনা থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়। মহিমান্বিত মাস রোজার কল্যাণে অচিরেই করোনা মুক্তির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিএম বাবুল হাসান।
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি